শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালপুরে বিনামূল্যে বীজ ও সার পেলো সাড়ে পাঁচ হাজার প্রান্তিক কৃষক

লালপুরে বিনামূল্যে বীজ ও সার পেলো সাড়ে পাঁচ হাজার প্রান্তিক কৃষক

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৪শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লাভলু প্রমূখ।
এসময় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর/কাবিটা ৫৫টি প্রকল্পের ৪৩লক্ষ ১৯ হাজার ৩শ ৩৩ টাকা বিল প্রদান ও আটজন দুঃস্থ মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন