বড়লেখায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্টানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাগ বাজারে অবস্থিত পাল ব্রাদার্সকে ২০ হাজার টাকা, মেসার্স আব্দুল হাছিব ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মা ফার্মেসীকে ৩ হাজার টাকা সহ ৩টি প্রতিষ্টানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।