রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবি জানিয়ে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোনালী ব্যাংক চত্বরের মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রংপুর বিভাগের বারোটি উপজেলায় একযোগে অনুষ্ঠিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের সাথে মিল রেখে রাজারহাট উপজেলায় এ কর্মসূচির আয়োজন করেন আয়োজকরা।  তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রাজারহাট উপজেলার আহবায়ক সাজু সরকারের নেতৃত্বে কয়েকশত মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে একটি র‍্যালি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। এসময় বক্তারা বলেন,প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত সময়ে বাস্তবায়ন করা না হলে অপূরনীয় ক্ষতির সম্মুখীন হবে তিস্তা অঞ্চলের বাসিন্দারা। এছাড়াও দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির ও মোশাররফ হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়, রাজারহাট মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাকারিয়া খান বিটন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য এনামুল হক,সাংবাদিক রফিকুল ইসলাম,সাংবাদিক এনামুল হক, বখতিয়ার হোসেন শিশির, মোশাররফ হোসেন,হাফেজ জাহেরুল ইসলাম প্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন