শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে ছাত্রলীগ- বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫ নেতাকর্মী কারাগারে

ফুলবাড়ীতে ছাত্রলীগ- বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫ নেতাকর্মী কারাগারে

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ- বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৫ নেতাকর্মীর জামিন নামন্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার (২ অক্টোবর) কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়ের আদালতে ফুলবাড়ী উপজেলা বিএনপির ৩৭ নেতাকর্মী হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সহ ১২ নেতাকর্মীরা জামিন মন্জুর করেন এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার সহ ২৫ নেতাকর্মীর জামিন আবেদন না মন্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পুর্ব ঘোষিত কর্মসূচি চলাকালে সদরের তিনকোনা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে শনিবার রাতে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জনাব আলী বাদী হয়ে উপজেলা বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা ফরহাদ হোসেন টুকুকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, সোমবার আসামীদের মধ্যে ৩৭ জন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করি। আদালত ১২ জনের জামিন আবেদন মন্জুর করে ২৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন