শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে ইউএনও’র ফোন নম্বর ক্লোন

পার্বতীপুরে ইউএনও’র ফোন নম্বর ক্লোন

মনারুল ইসলাম মিন্টুঃ পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমারের সরকারি মোবাইল নম্বর কোন করা হয়েছে। আজ শনিবার দুপুরে এক প্রতারক চক্র বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের কাছে চাঁদা দাবি করেন। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেসবুক ‘পার্বতীপুর উপজেলা প্রশাসন’ আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে শনিবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চত করেন।  জানা গেছে, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছে ফোন দেওয়া হচ্ছে। বিষয়টি ইউএনও জানতে পেরে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। ইউএনও কার্যালয়ের অফিস সহকারি-কাম কম্পিউটার অপারেটর মো: সিরাজুল ইসলাম বলেন, কোন এক শিক্ষক জানান, তার মোবাইল ফোনে ইউএনও স্যারের ফোন নম্বর থেকে একটি কল আসে। সেখানে তার কাছে টাকা চাওয়া হয়েছে। স্যারকে বললে স্যার নিশ্চিত হন তার অফিসিয়াল ফোন নম্বরটি ক্লোন হয়েছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল কুমার বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকে।  এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, ইউএনও স্যার আমাকে মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি জানিয়েছেন। ওই প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন