শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দুর্গাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দুর্গাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী ও আলোচনা সভা শুক্রবার (৬ অক্টোবর)সকাল ১১টার দিকে সোমেশ্বরী হলরুমে দিবসটি আয়োজিত হয়।  আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান এর সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সাংবাদিক ও সংগঠক ওয়ালী হাসান কলি,দুর্গাপুর পৌরসভার প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সচেতন হতে হবে। নেত্রকোনা জেলাটি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনেকটা পিছিয়ে রয়েছে। এ অবস্থান থেকে বের হয়ে আসতে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করেণ।  তিনি আরও বলেন, শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে। উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদের দেশে এরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন