হোমনায় প্রতিবন্ধি শিক্ষার্থীরা হুইল চেয়ার এবং মেধাবীরা পেলো নগদ টাকা
মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা: হোমনায় প্রতিবন্ধি শিক্ষার্থীদেরকে হুইল চেয়ার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ টাকা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের তিনজন প্রতিবন্ধি শিক্ষার্থীকে হুইল চেয়ার, একজনকে শ্রবণযন্ত্র এবং ১৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে মেয়েদের হাতে নগদ টাকা ও হুইল চেয়ার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ। এসময় প্রধান শিক্ষক আমেনা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম, ফারুক উদ্দিন ও শান্তা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আমেনা বেগম জানান, পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এর আওতায় শিক্ষার্থীদেরকে এ অনুদান ও হুইল চেয়ার দেয়া হয়।