বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
এন,এম,সজীব:
দুনিয়ার মজদুর এক হও এক হও
ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দিনাজপুরের বিরামপুরে শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়
আজ ১০ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত বিশাল এই ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক ও বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জনাব মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে এমপি শিবলী সাদিক এর পক্ষে বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী উক্ত চুড়ান্ত ফুটবল খেলা উদ্বোধন করেন।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি বাবু শিবেশ কুমার কুন্ডৃ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার,
বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন।
খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা হুমায়ন কবির, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বাবুল হোসেন (বাবুল্লা), বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাবু শিবেশ কুন্ডু, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজ,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, নবাবগঞ্জ উপজেলার সাবেক সিনিয়র খেলোয়াড় ইউনুস আলীসহ বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রমিকগন প্রমুখ।
উল্লেখ্য উক্ত ফুটবল ফাইনাল খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করেন,বিরামপুর দোকান কর্মচারী সমিতি ফুটবল টুর্নামেন্ট বনাম মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।
খেলা শেষে কমিটি কতৃক বিরামপুর দোকান কর্মচারী সমিতি ফুটবল টুর্নামেন্ট বিজয়ী দলকে প্রথম পুরস্কার একটি বড় গুরু প্রদান করেন এবং বিরামপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট রানাস আপ দলকে দ্বিতীয় পুরস্কার একটি বড় খাশি প্রদান করেন।
খেলাটি পরিচালনা করেন বিরামপুরের সুনামধন্য রেফারি শ্রী ভোলানাথ সরকার ও সহকারি মোস্তাফিজুর রহমান মাসুম, রনি ও মাহমুদ খান মুক্তি। খেলাটির ধারাবর্ণনায় ছিলেন সামসুল আলম।