রিভার্স সুইং শিল্প বাঁচাতে ওয়াকারের টোটকা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ক্রিকেটকে এখন ব্যাটসম্যানদের খেলা বললে ভুল হবে না। বিশেষ করে, সাদা বলের ক্রিকেটে তো বোলারদের ওপর প্রতিনিয়তই ছড়ি ঘোরাচ্ছেন ব্যাটসম্যানরা। রান বন্যায় ভাসছে প্রায় সব ম্যাচই। চলতি ওয়ানডে বিশ্বকাপেও দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের রাজত্ব। ওয়ানডেতে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল দিয়ে খেলা পরিচালনার কারণে বোলাররা তেমন প্রভাব রাখতে পারছেন না বলে সরাসরিই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার মতে, একটি বল দিয়েই ওয়ানডে খেলা উচিত। ম্যাচে বোলারদের প্রভাব বাড়াতে ওয়াকার ইউনিস দিয়েছে ভিন্ন পরামর্শ। দুটি নতুন বলে খেলা হওয়ায় সহজে বল পুরনো হচ্ছে না। এতে বোলিংয়ের দারুণ একটি স্কিল রিভার্স সুইং কাজে লাগাতে পারছেন না বোলাররা। নতুন বলে সুইং, পুরনো বলে রিভার্স সুইংয়ের স্কিল কাজে লাগিয়ে পাকিস্তানের বোলিং গ্রেট হয়ে উঠেছিলেন ওয়াকার। তার মতে, রিভার্স সুইং শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে ম্যাচের এক পর্যায় থেকে কেবল একটি বলেই ওয়ানডে খেলা উচিত। নিজের এক্স একাউন্টে ওয়াকার লিখেছেন, ‘ওয়ানডে ক্রিকেট ব্যাটসম্যানদের খুব বেশিই সহজ। আইসিসির জন্য আমার পরামর্শ হলো, দুটি নতুন বল দিয়ে খেলা শুরু ও ৩০ ওভার পর একটি বল সরিয়ে ফেলে কেবল দিয়ে খেলা চালানো। শেষ পর্যন্ত ওই বলটি হবে ৩৫ ওভার পুরনো। এতে আমরা কিছু রিভার্স দেখতে পাবো। রিভার্স সুইং শিল্পটি রক্ষা করুন।’