ডিসেম্বরে সারা দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ৭টি
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গত ডিসেম্বর মাসে সারা দেশে দুই হাজার ৩৬০টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সারা দেশে ১৮ জন আহত ও ৮ জন নিহত হয়েছেন। আর ঢাকায় গড়ে দৈনিক সাতটি অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া, এ সময়ে দেশে সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে রংপুর বিভাগে।
বুধবার (৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, ডিসেম্বর মাসে সারা দেশে দুই হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ড বেড়েছে। গত নভেম্বর মাসে সারা দেশে দুই হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে।
এদিকে, গত ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন।
ডিসেম্বর মাসে সারা দেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩৪ জন আহত ও ১০০ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি। এছাড়া, রান্না ঘরের গ্যাস সিলিন্ডারজনিত ২৬টি, গ্যাস লাইনে ত্রুটিজনিত দুর্ঘটনা নয়টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি ঘটনা ঘটে। এ সময়ে সারা দেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন। ডিসেম্বরে শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া, পুরো ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আরও জানায়, ডিসেম্বর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় চার হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া, ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।