ঘোড়াঘাটে বিরোধের জেরে মারপিট, অন্তঃসত্ত্বা নারীসহ ৭ জন আহত
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে এক অন্তঃসত্ত্বা নারীসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কশিগাড়ী গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ মারপিটের ঘটনায় ঘোড়াঘাট থানায় উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, একই গ্রামের মৃত ময়নুল ইসলামের ছেলে সেলিম সরকার (২৮) গংদের সাথে তারাজুল ইসলাম গংদের ৩৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলে আসছে। এমতবস্থায় রবিবার দুপুরে উক্ত জমির দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ মারপিটের ঘটনায় সেলিম সরকার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে কথা হলে সেলিম সরকারের বড় ভাই মামুন সরকার জানান, তারাজুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন থেকে জমা জমি নিয়ে আদালতে মামলা চলে আসছে। মামলা চলাকালীন সময়ে প্রতিপক্ষের লোকজন কিছু জাল দলিল তৈরি করে রবিবার দুপুরে আমাদের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করতে আসে। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি সোডা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছোট ভাই ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সজোরে আঘাত সহ আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ২ জন গুরুতর আহত সহ ৩ জন আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে তারাজুল ইসলামের ভাই আনোয়ার হোসেন জানান, বিরোধীয় সম্পত্তি আমরা ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে প্রাচীর দ্বারা ঘিরে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছি। আমরা আমাদের দখলীয় জমিতে গেলে প্রতিপক্ষরা আমাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের এক সংঘর্ষে আমাদের লোকজনের মধ্যে ৪ জন আহত হয়। আহতরা সকলে হাসপাতালে ভর্তি আছেন।