রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বমি করে ছিনতাই করে তারা, ভাগ পায় বাসচালক-হেলপারও

বমি করে ছিনতাই করে তারা, ভাগ পায় বাসচালক-হেলপারও

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)। পুলিশ জানায়, গ্রেপ্তাররা বাসের ভেতর যাত্রীর ওপর বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাই করেন। তাদের সঙ্গে কিছু গাড়িচালক ও হেলপার জড়িত। তাই ছিনতাই করা টাকার একটি ভাগ বাসচালক-হেলপারকেও দিতে হয়।শনিবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার দুজন ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের গ্রুপে মোট ৫ জন সদস্য রয়েছে। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করে। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করে। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরে। এরপর একজন তার ওপর বমি করে।এসময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তিবোধ করলে চক্রের বাকিরা কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল হাতিয়ে নেয়। এক্ষেত্রে কেউ যদি তাদেরকে দেখে ফেলে বা ধরে ফেলে তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করে এবং পালিয়ে যায়। তেজগাঁও থানা ওসি বলেন, আর কেউ ধরা পড়ে গেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়ে পালিয়ে যায়। তারা নিয়মিত বাসে এই কাজ করে। ফলে বেশকিছু বাসচালক ও হেলপার তাদের চেনে। এসব চালক ও হেলপার তাদের সহযোগিতা করে এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। বিনিময়ে তাদেরও নির্দিষ্ট একটি ভাগ দেয় এসব ছিনতাইকারী। ওসি মহসীন আরও বলেন, শুক্রবার একই কায়দায় একটি বাসে ওঠেন বমি পার্টির সদস্যরা। তাদের একজন এসময় একজনের মাথায় বমি করে দেন। এরপর বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তিনি দেখে ফেললে উল্টো তাকেই ছিনতাইকারী বলে মারতে থাকেন তারা। পরে আরও কয়েকজন যাত্রী ঘটনা বুঝতে পেরে এগিয়ে এলে তিনজন পালিয়ে যায়। এ সময় সুমন ও আবুল হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন