বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিল্লিতে কুকুরের আক্রমণে দুই বছরের কন্যাশিশুর মৃত্যু

দিল্লিতে কুকুরের আক্রমণে দুই বছরের কন্যাশিশুর মৃত্যু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতের দিল্লিতে কুকুরের আক্রমণে দুই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লির লুটিয়েন্স লেনের তুঘলক লেনে এ ঘটনা ঘটে। শিশুটির মা-বাবা স্থানীয় বাসিন্দাদের জামাকাপড় ধোয়ার কাজ করেন। তারা তুঘলক লেনের একটি ঝুপড়িতে থাকেন। স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে পরিবারের সদস্যরা পুলিশকে জানান, হাসপাতালে পৌঁছালে ওই কন্যাশিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শিশুটির পরিবারের সদস্য টেক চাঁদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিশুটি খেলার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে কয়েক মিটার দূরে পাঁচটি কুকুর তাকে আক্রমণ করে। সেগুলো তাকে কামড় দেয় এবং প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায়। এক ব্যক্তি বিপদ বুঝে চিৎকার করেন। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবার ছুটে এসে তাকে উদ্ধার করে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেশ মাহলা বলেন, ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমরা অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। অধিকতর তদন্ত চলছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন