রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ঝিনাইগাতীতে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে ঝিনাইগাতীতে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয়
শেরপুরের ঝিনাইগাতীতে
জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ২মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র‍্যালি পরিষদ চত্তর প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ আকন্দ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, শিক্ষার্থী জিতু প্রমুখ।
র‍্যালি ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন