শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শিবগঞ্জে ৮টি কেন্দ্রে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা শুরু

শিবগঞ্জে ৮টি কেন্দ্রে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা শুরু

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় আজ থেকে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, এসএসসি (ভোক) ও দাখিল পরীক্ষা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর শিবগঞ্জ উপজেলায় ৮টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫ হাজার ২শ ৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। যার মধ্যে এসএসসি-৪ হাজার ৭২জন, দাখিল-৯শত ৪১ জন ও এসএসসি (ভোকঃ) ১ শত ৯৬ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৯০জন বেশি হয়েছে। গতবছর ৫হাজার ১৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলো।
কেন্দ্রগুলো হলো শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোকামতলা উচ্চ বিদ্যালয়, গুজিয়া উচ্চ বিদ্যালয়, গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। দাখিল পরীক্ষা কেন্দ্র শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসা ও আলিয়ারহাট ডিএসইউ ফাজিল মাদ্রাসা।
মাধ্যমিক শিক্ষা অফিসার টি.এম আব্দুল হামিদ বলেন, এবছর সব মিলে ৫ হাজার ২শত ৯জন পরীক্ষার্থী অংশ নেবে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন