শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

খানসামায় বাজার মনিটরিংয়ে ইউএনও

খানসামায় বাজার মনিটরিংয়ে ইউএনও

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দিন।

রবিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট বাজার ও মুরগির আড়ত, মাছ হাটি, কাঁচাবাজার, মুদিখানা ও কাপড়ের দোকান মনিটরিং করেন তিনি। বাজার মনিটরিং-এ পণ্যের দাম অহেতুক না বাড়ানো এবং ভেজাল পণ্য বিক্রি রোধে ব্যবসায়ীদের সতর্ক করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাজ উদ্দিন।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন বলেন, বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করতে বাজার মনিটরিং করা হয়। এইসব নির্দেশনা কেউ অমান্য করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন