রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

দিওড় ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতারণ করেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল

দিওড় ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতারণ করেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল

এন,এম,সজীব: দিনাজপুরের বিরামপুর উপজেলা অন্তর্ভূক্ত দিওড় ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এমপি শিবলী সাদিক দিনাজপুর-৬ এর দিকনির্দেশনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক মন্ডলের নিজ অর্থায়নে নগদ অর্থ ও বস্ত্র বিতারণ করা হয়েছে।

আজ-(২২ অক্টোবর) রবিবার: সন্ধ্যা থেকে ৪ নং দিওড় ইউনিয়ন পূজা মন্ডবগুলোতে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে কিনা সেটি প্রতিটি মণ্ডবে সরাসরি গিয়ে পরিদর্শন করেন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আঃ মালেক মন্ডল এবং গরিব অসহায় দুস্থ অবহেলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও (বস্ত্র) শাড়ী,লুঙ্গী নিজে উপস্থিত থেকে বিতারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ মুক্তার হোসেন (৪ নং ওয়ার্ড), মোঃ রবিউল ইসলাম(৬ নং ওয়ার্ড) মোঃ আজগর আলী (৭ নং ওয়ার্ড) মোছাঃ আরিফুন্না(৭,৮,৯ নং ওয়ার্ড) মোঃ আজগর আলী (২ নং ওয়ার্ড)সহ ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজুল,সাধারণ সম্পাদক মোঃ মামিনুর রশিদ, ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক মোঃ মোহাদ্দেক হোসেন (রনি) এবং গ্রাম পুলিশ, ও স্থানীয় সম্মানিত ব্যক্তি বর্গ প্রমুখ।

উল্লেখ্য দিওড় ইউনিয়নের শালঘরিয়া কালি মন্দিরের সভাপতি শ্রীমতি চায়না শাহা,দূর্গা মন্দিরের সভাপতি শ্রী:  কালিপদ সরকারের হাতে নগদ অর্থ এবং মোট ২০ জন পরিবারের মধ্যে শারদীয় শু়ভেচ্ছা উপহার-শাড়ী, লুঙ্গী বিতারণ করেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন