রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ‘স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ’ স্লোগানে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে এবি ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠানটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এবি ক্যাম্পাস হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা.এম আমজাদ হোসেন। ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম শরীফুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম, ডা. আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের ডীন অব একাডেমিক লে. কর্ণেল (অব:) কাজী শাহাবুদ্দিন আহমেদ, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়সহ শিক্ষক-শিক্ষার্থীগণ। গেস্ট অব অনার স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা.এম আমজাদ হোসেন বলেন, টেকসই উন্নয়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারিগরি শিক্ষাকে গুরুত্ব ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা শহরে কারিগরি প্রতিষ্ঠান চালুর মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। এতে সকলের সহযোগিতা চাই।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন