শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি: বৌদ্ধ সম্প্রদায় প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশে মাঝে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান,আজ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা সরকারি ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।পরেদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুই দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে শনিবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন