শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে জ্বালানি তেল ডিজেল খেয়ে নৈশ প্রহরীর মৃত্যু

আদমদীঘিতে জ্বালানি তেল ডিজেল খেয়ে নৈশ প্রহরীর মৃত্যু

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জ্বালানি তেল ডিজেল খেয়ে আবু বকর সিদ্দিক ওরফে জলিল (৫৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ২ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু বকর সিদ্দিক উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
জানা যায়, আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন শাপলা পাম্প হাউজ এলাকায় নৈশ প্রহরীর ডিউটি করছিলেন আবু বকর সিদ্দিক। ডিউটিরত অবস্থায় নেশার দ্রব্য মদ ভেবে নিয়ে জ্বালানি তেল ডিজেল খেয়ে অসুস্থ হোন তিনি। এরপর পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২ টায় তিনি মারা যান। আবু বকর সিদ্দিক বন্ধুদের পাল্লায় পড়ে কয়েক বছর ধরে মাদকাসক্তে জড়িয়ে পড়েন বলে জানান তার পরিবারের লোকজন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন