মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি
বৌদ্ধ সম্প্রদায় প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশে মাঝে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান,বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার সরকারী ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুই দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছিলো।আজ শনিবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন