হোমনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ- সমাবেশ
হোমনা কুমিল্লা প্রতিনিধিঃ সদ্য অনুমোদিত হোমনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা।
গতকাল শনিবার বিকালে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা হোমনা পৌর মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর মার্কেটের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক সদস্য সচিব আতাউল হক সোহাগ, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি সুমন, সাবেক সহ- সভাপতি রায়হান,সাবেক সাংগঠনিক সম্পাদক জুলকারনাইন প্রমূখ
এ সময় বক্তারা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের বিরুদ্ধে স্থানীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে অগঠনতান্ত্রিকভাবে, মুর্খ, অছাত্র বিবাহিতদের দিয়ে পকেট কমিটি অনুমোদন দেয়াসহ স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে এ কমিটি বাতিলের দাবি জানান। একই সাথে নতুন করে সবার নিকট গ্রহনযোগ্য কমিটি গঠনেরও দাবি জানান পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা। বক্তরা আরো বলেন, আগামী সাত দিনের মধ্যে এই কমিটি বাতিল করে নতুন কমিটি না করা হলে স্থানীয়ভাবে আরেকটি কমিটি গঠন করতে বাধ্য হবো। পাশাপাশি বৃহত্তর আন্দোলন কর্মসূচীও পালন করা হবে।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন মুঠোফোনে জানান,গণতান্ত্রিক প্রক্রিয়া বায়োডাটা দেখে এ কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটি গঠন করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশ, গত বুধবার রাতে মো. আলাউদ্দিন প্রধানকে সভাপতি এবং মো. সজিব খানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের হোমনা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।