শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চট্টগ্রামে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ পেলেন খামারিরা

চট্টগ্রামে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ পেলেন খামারিরা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ পেয়েছেন ২৫ জন নারী খামারি ও উদ্যোক্তা। সফলভাবে কীভাবে গাভি পালন ও গরু মোটাতাজা করা যায় সেই প্রশিক্ষণই পেয়েছেন তারা। হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে ইএমএস, ইউটিএস ও টিএমআর প্রযুক্তি বিষয়েও। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলার জুলধায় অনুষ্ঠানটির আয়োজন করে মমতার কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট। প্রশিক্ষণে কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার ও মমতার সহকারী পরিচালক কৃষিবিদ এনামুল হকসহ অন্যারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সমাপনীতে বক্তারা বলেন, ‘ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায়’ খামারিরা গাভি পালন ও গরু মোটাতাজাকরণ পদ্ধতি অনুসরণ করলে খুব কম সময়ে স্বল্প খরচে অধিক লাভবান হবেন। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন