শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় মৎস্যজীবী নারীদের নিয়ে ভিন্ন ধরনের সভা

কলাপাড়ায় মৎস্যজীবী নারীদের নিয়ে ভিন্ন ধরনের সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবি নারীদের অংশগ্রহণে পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাদ্য উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধিতে পুষ্টি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিগুণে” প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার বিকালে কলাপাড়ার  দক্ষিণ মুসুল্লিয়াবাদ গ্রামে ৬০ জন মৎস্যজীবি নারীর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ইকোফিস’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি। উপকূলীয় এ মৎস্যজীবী নারীরা সারা বছর মৎস্য আহরণ ও সংগ্রহ করলেও তারা এবং জেলে পরিবারের সন্তানরা অপুষ্টিতে ভুগছে। তাই তাদের দৈনন্দিন পুষ্টিকর খাবার বিষয়ে সচেতন করতে ওয়ার্ল্ডফিসের ইকোফিস-২ প্রকল্পের উদ্যোগে প্রত্যন্ত জেলে পল্লীতে এ সভার আয়োজন করে। সভায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মৎস্যজীবী নারীদের মাঝে  হেলদি ফুড প্লেট, এবং পুষ্টি সচেতনতা বিষয়ক  বুকলেট বিতরণ করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন