বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বাজারে যাওয়ার সময় নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

বাজারে যাওয়ার সময় নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে বাজার করতে যাওয়ার সময় পাণ্ডব নদীতে পড়ে করিম খান নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার (২ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৫ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি তার।

নিখোঁজ করিম খান উপজেলার কবাই ইউনিয়নের দক্ষিণ মাছুয়াখালি গ্রামের বাসিন্দা।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নলুয়া ফেরিঘাট মাছুয়াখালী খেয়াঘাটসংলগ্ন পাণ্ডব নদীতে ডুবে যান করিম খান।

স্থানীয়রা জানান, করিম খান কলসকাঠীর সাপ্তাহিক হাটে বাজার করতে মাছুয়াখালী খেয়াঘাট থেকে রিজার্ভ ট্রলারে উঠতে গেলে পাণ্ডব নদীতে পড়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল হক বাদল সিকদার বলেন, বৃদ্ধ করিমের নিখোঁজ হওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়দের সহায়তায় বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এদিকে ২৫ ঘণ্টা অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করিম খান নামে এক ব্যক্তি মাছুয়াখালী থেকে কলসকাঠী বাজারে আসার পথে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। ২৫ ঘণ্টা অতিবাহিত হলেও সন্ধান মেলেনি তার। নিখোঁজ করিম খানের উদ্ধারের জন্য বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন