গলাচিপায় পরীক্ষায় নকল সরবারহ করার সময় আটক ২
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় নকল প্রস্তু সরবারহ করার সময় আটক, ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এবং সাথে থেকে সহযোগিতা করার অপরাধে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনের জিম্মায় জামিন দিয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল- হেলাল। নির্ভর যোগ্য সূত্রে জানা যায়, ৩ মার্চ রবিবার উপজেলার কালিকাপুর নূরিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে নিষিদ্ধ এলাকায় সন্দেহভাজন দুজনকে তল্লাশি করা হলে, হাতে নাতে নকল প্রস্তুতসহ রতনদিতালতলী ইউনিয়নের মোঃ রিপন শরিফের ছেলে রাকিব শরিফ ও মোঃ খায়রুল নামের দুজনকে আটক করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। পরে দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোঃ রাকিবকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ওপর আসামি খায়রুল (১৪) অপ্রাপ্তবয়স্ক হবার কারণে উপজেলা প্রবেশন অফিসারের জিম্মায় জামিন দেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেন।