মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

শ্রীঙ্গলে আরো ১৪৮ গৃহহীন পরিবার পলেন আপন ঠিকানা

শ্রীঙ্গলে আরো ১৪৮ গৃহহীন পরিবার পলেন আপন ঠিকানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরো ১৪৮ গৃহহীন পরিবারকে জমি জমির দলিল ও নতুন ঘরের ছবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ নতুন ঘর হস্তন্তর আনুষ্টানিক উদ্বোধন করেন। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১৪৮টি ঘর শ্রীমঙ্গল উপজেলার ১৪৮টি গৃহহীন পরিবারের সদস্যদের হস্তান্তর করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাক্ষ্য ড. মো: আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব প্রমূখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন