বরিশালে স্বর্ন অলংকারসহ স্বামীর ঘর ছেড়ে স্ত্রীর লাপাত্তা
বরিশাল ব্যুরো॥ স্বর্ন অলংকার ও নগদ টাকাসহ স্বামীর ঘর ছেড়ে স্ত্রীর লাপাত্তার অভিযোগে বরিশালের নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে স্বামীর মামলা দায়ের।অভিযোগ ও মামলার নথি সূত্রে জানাযায়, ঝালকাঠির নলছিটি উপজেল মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের মো: মৃত মো: শাহজান হাওলাদার এর পুত্র মো: নজরুল ইসলাম শামিমের সাথে ২০১৯ সনে নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো: ফররুক মোল্লার কন্যা মোসা: ফারজানাা আক্তারের সাথে ইসলামী সরিয়াহ মোতাবেক আনুষ্টানিকভাবে বিবাহ সম্পর্ন হয়।বিবাহের পর বরিশালের আলেকান্দা বটতলা আদম আলীর গলির মুথে ভাড়াটিয়া বাসায় দম্পত্তি নিয়ে সুখে শান্তিতে বসবাস করেছিলেন।কিছুদিন যেতে না যেতেই ওই দম্পত্তিতে একটি ছেলে সন্তান জন্ম গ্রহন করেন।শুরু হয় ওই দম্পত্তির সাথে ঝগড়া।এই বিরোধের জেড় ধরে স্ত্রী ফারজানা আক্তার গত বছরের ৯ আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় ২ বছরের শিশু সন্তান কে রেখে কাউকে কিছু না বলে স্বর্ন অলংকারসহ পালিয়ে যায় । বাদী নজরুল ইসলাম জানান,আমার স্ত্রী কে আমার স্বশুর ও শাশুরী,ভিবিন্ন সময়ে কু-পরামর্শ দিয়া আসছিল।এবং আমার সাথে খারাপ আচারন করে আসছিল এবং আমার কাছ থেকে আলাদা করার পায়তারা করে।তিনি জানান,আমার স্ত্রী ফারজানা কে আটক করে রেখেছে।আমি আমার স্ত্রী কে ফিরে পেতে বরিশাল নির্বাহী ম্যাজিষ্টেট আদাতে মামলা ও কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছি।