রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যমুনার ভাঙনরোধে ৬শ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

যমুনার ভাঙনরোধে ৬শ কোটি টাকার প্রকল্প উদ্বোধন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃনদীবেষ্টিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর তীর ভাঙন প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা।
বুধবার (১০ মে) এ কাজের উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।এ সময় তিনি বলেন, এ কাজের মধ্য দিয়ে এবারের মৌসুমে নদী ভাঙন থেকে শতভাগ রক্ষা পাবে। এছাড়াও স্থায়ীভাবে রক্ষা করতে ইতিমধ্যে এ অঞ্চলকে স্থায়ী প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, রংপুর উত্তর অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, গাইবান্ধা পানির উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশাসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ভুষির ভিটা হতে গুনভড়ি বানিয়াপাড়া হয়ে রতনপুর হাজির হাট মাথা পর্যন্ত ১২০০ মিটার  এলাকায় যমুনা নদীর তীর ভাঙনরোধে ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রতিরক্ষামুলক এ কাজের উদ্বোধন করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন