পার্বতীপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা শীর্ষক প্রশিক্ষণ
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ,ঘোচায় দৈন্য আনে সুদিন এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় পার্বতীপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষনে ক্ষুদ্রঋণ গ্রহীতরা সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (অতিঃ দাঃ) সহকারী পরিচালক ময়নুল হক,সহকারী পরিচালক মুনির হোসেন ও পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়।