শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা নার্গিস আফজল মারা গেছেন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুমিল্লার গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা নার্গিস সুলতানা মারা গেছেন। বুধবার (১২ জুন) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (১৩ জুন) বাদ জোহর কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নার্গিস সুলতানা প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা মডার্ন হাই স্কুল পরে দীর্ঘদিন শেখ ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে কুমিল্লার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, তার স্বামী জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল ২০২১ সালের ১৬ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন