শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পদ্মা সেতুতে ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক ছুঁয়েছে পদ্মা সেতু। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে ২০২৩ সালের ১২ মে পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে এই টোল আদায় হলো।

 

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকে মাওয়া এবং জাজিরা প্রান্তে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয় যা থেকে আমরা ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা আদায় করেছি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন