শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় ৯ হাজার ৮৯০ কৃষককে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ।। 

কলাপাড়ায় ৯ হাজার ৮৯০ কৃষককে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৯ হাইকার ৮৯০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  বিকাল  সাড়ে ৫ টায়  উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি  কমকর্তা কৃষিবিদ আরাফাত  হোসেন, ভাইস চেয়ারম্যান  ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা ,প্রেসক্লাব সভাপতি  হুমায়ূন কবির প্রমুখ।

কলাপাড়া উপজেলা কৃষি  কমকর্তা কৃষিবিদ আরাফাত  হোসেন জানান, রিমালে ক্ষতিগ্রস্ত উপজেলার ১২ টি ইউনিয়নের ৯৮৯০ জন কৃষককে ৫ কেজি করে বীজ ধান ও ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে  দেয়া হয়েছে।  যাতে সরকারের খরচ হয়েছে ৮৫ লাখ টাকা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন