রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অভিযুক্ত আরও ২ ব্যক্তি পলাতক রয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-৪ এর একটি টিম আশুলিয়া থানায় অভিযুক্ত ওই ৫ ব্যক্তিকে হস্তান্তর করে। এর আগে শনিবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা ওই ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো আহসান আহম্মেদ রায়হান (২২), আরাবি হুসাইন শান্ত (১৯), মনিরুল ইসলাম ওরফে পাপ্পু (২৫), রফিকুল মিয়া (২২), জুয়েল (২২)। ভুক্তভোগীর এজাহারের বরাদ দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই নারীকে কৌশলে ডেকে নেয় অভিযুক্তরা। পরে পাপ্পু ওই নারীকে কুপ্রস্তাব দিয়েছিল। তবে ওই নারী প্রস্তাবে রাজি না হওয়ায় পাপ্পু ও রায়হান তাকে ধর্ষণ করে। এসময় বাকিরা ধর্ষণে সহায়তা করছিল। এরপরে ওই নারী চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারী র‍্যাবের কাছে একটি অভিযোগ দেন। এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস জানান, রাতে র‍্যাব ওই ৫ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন