শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সুবর্ণরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষাণীদের মাঝে বিনা’র প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সুবর্ণরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষাণীদের মাঝে বিনা’র প্রশিক্ষণ অনুষ্ঠিত 
মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনার) উদ্যোগে জেলাতে সাম্প্রতিক বন্যাতে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্যোগ পরবর্তী আমন ধানের চাষাবাদ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক ও কৃষাণী প্রশিক্ষণে আলোচনা করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রায়হান উদ্দিনের সঞ্চালনায় নোয়াখালী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  কৃষিবিদ  মোহাম্মদ জুয়েল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ৷
বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা’র নোয়াখালী প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র পরিচালক  (গবেষণা) ড. মোঃ ইকরাম-উল-হক, বিনা’র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মোঃ মঞ্জুরুল আলম মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) মোঃ নুরুল ইসলাম এবং সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ৷
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচরের সহযোগিতায় এসময় সুবর্ণচরের শতাধিক কৃষক-কৃষাণীদের আমন ধানের চাষাবাদ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং সবজি উৎপাদনসহ নানা বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এছাড়াও  আগাম বোরোধান, বিনা সরিষা, মাসকলাই, বিনা সয়াবিন, বিনা চিনাবাদাম চাষাবাদে প্রস্তুুতির বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রধান করেন কর্মকর্তারা৷
বিনার মহাপরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যম কর্মীদের জানান, সুবর্ণচর কে বলা হয় নোয়াখালীর শস্য ভান্ডার।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতচিহ্ন মুছে দিতে বিনা সহ কৃষি মন্ত্রনালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ফসল উৎপাদন বৃদ্ধিতে বিনা’র সহায়তা অব্যাহত। বলে নিশ্চিত করে তিনি আরও বলেন, বীজ সংরক্ষণে আমাদের দেশের কৃষক নিজেরা সচেতন হওয়া জরুরি বলে মতাপ্রকাশ করেছেন অনেকে সবার প্রতি নির্দেশনা দিয়েছেন বীজ সংরক্ষণ করার এবং ক্রাইসিস সময়ে অন্যদের উপর নির্ভর না করে নিজেদের বীজ নিজেরা ব্যবহার করে লাভবান হতে।
চাইলে সম্ভব আমাদের কৃষক পরিবার গুলোর এমন নিয়ম মেনে চলা।
বীজ সংরক্ষণ প্রক্রিয়ার বিষয়ে উপস্থিত কৃষক-কৃষাণীরা বিনা’র মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন