বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে পেট্রোল পাম্পে ওজনে কারচুপি, লাখ টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

আদমদীঘিতে পেট্রোল পাম্পে ওজনে কারচুপি, লাখ টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ওজনে কম দেওয়ার অপরাধে মেসার্স জয় ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে এই ভ্রাম্যমাণ আদালতে রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন নওগাঁর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক শাহ আলম পলাশ খান।
জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার সংলগ্ন এলাকায় মেসার্স জয় ফিলিং স্টেশনে কিছুদিন ধরে ক্রেতাদের ঠকিয়ে ওজনে কারচুপি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ওই পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এসময় ওজনে কারচুপি করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন