পাঁচবিবিতে মহান বিজয় দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও
বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, থানা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আবু তাহের, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান,থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান মন্ডল,পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাব্বিউল ইসলাম রকি,বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি রেজাউল করিম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি,বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সোবাহান মন্ডল ও বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান নাজমুল হকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও জিয়া পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান মহান বিজয় দিবস উদযাপনের জন্য আলোচনা করেন। এছাড়াও উক্ত সভায় বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সম্পাদক পদে পাঁচবিবি প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্রী সজল কুমার দাস দলীয় সমর্থন চেয়ে তার প্রতীক মোমবাতি মার্কায় ও সহ-সভাপতি প্রার্থী মোকারম আজিজ তার আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সবার সমর্থন, দোয়া আশীর্বাদ ও
সার্বিক সহযোগিতা কামনা করেন।