বড় পর্দায় আসছেন মেহজাবীন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নাটকে বেশ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। কিন্তু গত দুই বছর ধরে সিনেমায় নাম লেখানোর পর নাটকে অভিনয় করছেন না। তবে নাটক ছেড়ে দেননি বলে জানান তিনি। সিনেমার ব্যস্ততার জন্য নাটকে অভিনয় করতে পারছেন না। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। এটি ইতোমধ্যেই দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ও একই পথে হাঁটছে। তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি তার কোনো সিনেমা। এবার সেটিই হচ্ছে। দেশের পর্দায় আসছেন তিনি। তার দ্বিতীয় সিনেমা সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর, এমনটাই জানিয়েছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এ সিনেমায় মেহজাবীনকে দেখা যাবে নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেশের মানুষ আমার সিনেমাটি এবার দেখতে পারবে এটি আমার জন্য অনেক আনন্দের। এরই মধ্যে আমার অভিনীত দুটি সিনেমা বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় আমার ভক্তরা দেখতে পারেনি। এবার সেই সুযোগ হচ্ছে। আশাকরি সিনেমাটি সবাই ভালোবেসেই গ্রহণ করবেন।’ উল্লেখ্য, এ অভিনেত্রীর প্রথম সিনেমার আগেই দ্বিতীয় সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।