ফুলবাড়ীতে ধর্ষণের চেষ্টার সময় গৃহবধূর হাসুয়ার কোপে মাছ ব্যবসায়ী হাসপাতালে
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর অনুপস্থিতিতে এক গৃহবধুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার সময় হাসুয়ার আঘাতে লুৎফর রহমান (৫০) নামের এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাউকুটি এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের চেষ্টাকারী লুৎফর রহমান একই এলাকার মৃত ছফর আলীর ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। ঘটনার সময় ওই নারীর চিৎকারে পরিবার এবং আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মাছ ব্যবসায়ীকে আটক করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মাছ ব্যবসায়ী লুৎফর রহমানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা পরামর্শ দেয়। স্থানীয়রা অটোরিকশা যোগে তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ওই গৃহবধূ শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই গৃহবধূর স্বামী বাড়ীতে না থাকার সুবাদে লুৎফর রহমান তার ঘরে ঢুকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধু ওই লম্পটকে ধাক্কা মেরে ঘরের বেড়ায় থাকা হাসুয়া নিয়ে চিৎকার করতে করেত এলোপাতাড়ি কোপাতে থাকে। হাসুয়ার কোপে লুৎফর রহমানের ডান ও বাম পায়ে গুরুতর জখম হয়। চিৎকার চেঁচামেচিতে পরিবার ও আশপাশের লোকজন এসে লুৎফর রহমানকে আটক করে ৯৯৯ এ ফোন করে।
এ ব্যাপারে মাছ ব্যবসায়ী লুৎফর রহমানের মোবাইল ফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী নারী ও তার পরিবার মাছ ব্যবসায়ীর লুৎফর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কিশামত শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ী লুৎফর দুই বছর আগেও একবার ওই নারীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে মারধোরের শিকার হয়েছেন। সেবার হাসপাতালে চিকিৎসা না নিলেও এবার গুরুতর জখম হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভুক্তভোগী নারী যেহেতু থানায় অভিযোগ করেছেন, আশাকরি ন্যায় বিচার পাবেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।