বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ঘোড়াঘাট থানা পুলিশ

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ঘোড়াঘাট থানা পুলিশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপাকে দিনাজপুরের ঘোড়াঘাটের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই শীতার্ত মানুষের জন্য পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা’র পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক। রোববার (৩০ ডিসেম্বর) রাতের আঁধারে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তীব্র শীতে খোলা জায়গায় রাত কাটানো গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে ওসি নাজমুল হক জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।

বিতরণের সময় উপ-পরিদর্শক সাব্বির আলম, উপ-পরিদর্শক আইয়ুব, সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এবং উপ-পরিদর্শক পরিতোষ উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। ইতিমধ্যে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে কম্বল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা উপজেলার বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিয়েছি।এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ক্যাপশনঃ কম্বল জড়িয়ে দিচ্ছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন