ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ০৩/০১/২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ জানুয়ারী) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশ চেকপোস্টর সামন থেকে আট কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুল বাড়ী এলাকার মাদক কারবারি সাহেব আলী (২১), সাইদুল ইসলাম (২২) ও জাহিদ হাসান (২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।