কলাপাড়ায় পিকআপের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, চালক আটক।।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহা সড়কের শেখ কামাল সেতুর কলাপাড়া প্রান্তে বেপরোয়া গতির পিক-আপের ধাক্কায় বাইসাইকেল চালক ইউসুফ হাওলাদার নিহত হয়েছে।
নিহতের ছেলে ওয়ালিউল্লাহ জানান, শনিবার সকাল আটটার দিকে ইউসুফ হাওলাদার নীলগঞ্জের বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলো। বাইসাইকেল টি সেতুর কলাপাড়া প্রান্তে পৌছলে সামনে থেকে খালি পিকআপটি তাকে চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।
কলাপাড়ায় থানার পরিদর্শক তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছ পরিবহনে নিয়োজিত পিকআপটি জব্দ করে এবং চালক সবুজ কে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয় দূর্ঘটনার শিকার বাইসাইকেলটি। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।