পাঁচবিবিতে মুক্তিযোদ্ধারা পেল শীতবস্ত্র
পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি:জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরকারিভাবে সকল জীবিত ও মৃত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১’টায় পাঁচবিবির গোহাটায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নির্বাহী অফিসার মো: মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, উপ-সহকারি প্রশাসনিক কর্মকর্তা তন্ময় কৃষ্ণ দাস,বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,তোফাজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, আব্দুস ছাত্তার, মজিবর রহমান, হাফিজুর রহমান হাপু ও ছামেদ আলী সহ অনেকেই।
পিআইও বকর সাহেব বলেন, প্রতি বছরের ন্যায় চলতি বছর সরকারিভাবে উপজেলার ১৮৫’টি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতের কম্বল প্রদান করা হলো।