খানসামায় অবৈধ এক ইটভাটা ভেঙে দিলো প্রশাসন


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটা ভেঙে দিয়ে বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের টু-স্টার ব্রিকস-এ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। এসময় এই অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসন) মনোয়ার ইসলাম, খানসামা থানার ওসি নজমূল হক, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা ও পরিবেশ দূষণের অভিযোগে হাইকোর্টের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, খানসামা উপজেলায় মোট ০৮ টি ইটভাটা রয়েছে। এসবের মধ্যে শুধুমাত্র তামিম বিক্স-৩ নামে একটি ইটভাটার হালনাগাদ ছাড়পত্র রয়েছে।