ফকিরহাটে বাল্য বিবাহের কূফল সম্পর্কে আলোচনা সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাল্য বিবাহের কূফল সম্পর্কে সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়রি) বেলা ১১টায় বাহিরদিয়া-মানসা পাবলিক লাইব্রেরির সভাকক্ষে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউএসএএলডি এর অর্থায়নে এবং ইউনরক ইন্টারন্যাশানাল এর কারিগরি সহযোগিতায় এ অলোচনা অনুষ্ঠিত হয়।
আরডিএফ এর জেলা সমন্বয়কারী সামসুন নাহারের পরিচালনায় এসময় প্রধান শিক্ষক (অব:) আ. সাত্তার, হাফেজ মো. আমজাদ, হুমায়ুন কবীর, সাংবাদিক খান মুহমুদ আরিফুল হক, আমিরুল ইসলাম, শেখ সৈয়দ আলী, নীল, মহিলা ইউপি সদস্য মোমেনা বেগম, সাথি আক্তার, নুরজাহান বেগম, বিএনপি নেতা কাজী শাহেনশাহ মিথুন, আরডিএফ’র পিয়ার লিডার সোনিয়া আক্তার কারিমাসহ বিভিন্ন অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তাগন বাল্যবিবাহসহ সমাজের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।