মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঘোড়াঘাটে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৪৭ সালে ভারত থেকে পুর্ব পাকিস্তানে চলে আসা মোজাহের সেনা সদস্যদের জন্য বরাদ্দকৃত জমি দখলের উদ্যেশ্যে সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই জমিতে বসবাসকারী গ্রামবাসীরা।

সোমবার (১৯ মে) বেলা ১টায় উপজেলা পরিষদের সামনে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।

এসময় ব্যারিস্টার সানি আব্দুল হক, গ্রামবাসী রাজিব হোসেন অভিযোগ করেন, ১৯৫৮ সালে ততকালীন সরকার মোহাজারের সৈনিকদের প্রত্যেককে ৫ একর জমি বসবাস ও চাষাবাদের জন্য বরাদ্দ প্রদান করে। তখন থেকেই তারা বংশপরম্পরায় বরাদ্দকৃত জমিতে বসবাস করে আসছে।সম্প্রতি হঠাৎ করে ওই জমিতে সেনাক্যাম্প স্থাপন করা হচ্ছে। সেই সাথে তাদের ওই জমি থেকে উচ্ছেদের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় ওই সংবাদ সম্মেলন থেকে। এব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে মহাজের পরিবার সহ বন্যা কবলিত বিভিন্ন জেলা থেকে আগত নিঃস্ব ও অসহায় হাজার হাজার পরিবার চরম উৎকন্ঠা, আতঙ্কিত অবস্থায় নিরাপত্তা হীনতায় মানবেতর জীবনযাপন করতেছি। এ অবস্থায় ওসমানপুর সেনাক্যাম্প করায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদে জানাচ্ছি।

শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কোন আলোচনা করতে হলে প্রয়োজনে আমার নিকট আসবেন। আমি তাদের সাথে কথা বলে, আপনাদের আলোচনার ব্যবস্থা করে দিবো।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন