বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

সান্তাহার শখের পল্লীতে সোনালী ব্যাংকের অন্য রকম এক বনভোজন

সান্তাহার শখের পল্লীতে সোনালী ব্যাংকের অন্য রকম এক বনভোজন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের শখের পল্লী বিনোদন কেন্দ্রে দিনভর অন্যরকম এক বনভোজনের আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শুক্রবার সকালে ওই পার্কে বৃক্ষরোপন দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে লটারির (রাফেল ড্র) ১৪৬টি পুরষ্কার বিতরনের মাধ্যদিয়ে শেষ হয়। পুরষ্কারগুলোর মধ্যে ছিলো বেশ কিছু মূল্যাবান ফুল, ফল ও ওষুধী গাছের চারাসহ নানা ধরনের উপহার সামগ্রী।
নওগাঁর প্রিন্সিপাল অফিসের আওতায় ১৯টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের ৪০০ জন সদস্য এই বনভোজনে আংশ নেয়। তৃতীয় বারের মতো এই পারিবারিক মিলন মেলায় ঐতিহ্যমন্ডিত নওগাঁ জেলার শস্য, আম, পাতি চাষ ও মাদুর শিল্প নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সেখানে সোনালী ব্যাংক পিএলসির নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কৃষিবিদ ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী জেনারেল ম্যানেজার অফিসের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও নওগাঁর ১৯টি শাখার কর্মকর্তাসহ আরো অনেকে।
ব্যাংকের ডিজিএম কৃষিবিদ ওলিউজ্জামান বলেন, শখের পল্লীর টাইগার সেন্টার নামের পিকনিক স্পটে দিনভর এই আয়োজন করা হয়। নওগাঁর পাতি দিয়ে তৈরি ট্যিসু বক্স, ঝুঁড়ি, পর্দা, ওয়ালেট, ওয়াল মিরর, পাতির দড়ি ও পাপোসের সাথে পরিচিত করতে মূল গেটের সামনে সিনথী’স ম্যাট এবং আর্টিস্টারী হ্যান্ডিক্রাফট নামের দুইটি দোকান বসানো হয়। সেই সাথে ব্যাংকের সোনালী অতীত ফিরে দেখতে ডিসপ্লে প্রদর্শনী করা হয়। এরপর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বাস্কেটবল নিক্ষেপ, ভলিবল প্রতিযোগিতা, মহিলাদের পিলোপাসিং ও শিশুদের নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে মিলন মেলার স্মৃতি ধরে রাখতে প্রধান অতিথি শখের পল্লীর স্বত্বাধিকারীকে ব্যতিক্রম করসল ও স্পাইডার গাছের চারা উপহার দেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন