রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শিবগঞ্জে জামায়াতের  তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত 

শিবগঞ্জে জামায়াতের  তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত 
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি মাওঃ শাহাদাতুজ্জামান।
আটমূল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুস মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঃ আলমগীর হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির অধ্যাপক আব্দুল হালিম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আছার উদ্দীন।
অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, জামায়াত নেতা সোহেল রানা, আব্দুল ওহাব, নাজিম উদ্দীন, মাসুম বিল্লাহ, হাফেজ আব্দুল মান্নান, মানসুরুর রহমান, জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা শরিফুল ইসলাম, আলাল উদ্দীন, ডা নওশের সরকার,   মাওঃ আহসান, ফারুক হোসাইন, শাহাদাত হোসেনসহ আটমূল ইউনিয়নের সর্বস্তরের জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ। পরে অতিথিবৃন্দ ভাইয়ের পুকুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটমূল ইউনিয়ন শাখার দলীয় কার্যালয় উদ্বোধন করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন