আদমদীঘিতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার চাঁপাপুর ইউপির বাধপাড়া গ্রামের মৃত তপু হাসানের ছেলে। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার চাঁপাপুর বাজার এলাকায় সিদ্দিকের দোকানের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।