শ্রীমঙ্গলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি স্মরণে শোকসভা


মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ খালেদ এর মৃত্যুতে শোক সভা আয়োজন করেছে দুপ্রক শ্রীমঙ্গল। এছাড়াও সভায় বর্তমান সদস্য ডা: পুষ্পিতা খাসস্তগীর এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
শুক্রবার সন্ধা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, মরহুমের ছোট ভাই সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, জামাতা মো: শাহজাহান উদ্দিন আহমেদ, দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রউফ তালুকদার, সহসভাপতি জয়শ্রী চৌধুরী শিখা, সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল ও মো: শামছুল ইসলাম শামীম প্রমুখ।
শোক সভায় মরহুমের একমাত্র ছেলে আবুল শাকিল মোহাম্মদ খালেদ, দৈনিক দিনকারে প্রতিনিধি মো: রুবেল আহমেদ, করতোয়ার প্রতিনিধি মো: নূর মোহাম্মদ সাগরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বক্ততারা প্রয়াত আবু জাফর মোহাম্মদ খালেদের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।